মাধবপুরে নানান জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক বদু মিয়া

  • আপডেট টাইম : October 01 2021, 05:53
  • 238 বার পঠিত
মাধবপুরে নানান জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক বদু মিয়া

রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুল বাছির বদু মিয়া সুইট ব্ল্যাক টু, কানিয়া, মুনিয়া ও বাংলা টাইগারসহ বিভিন্ন জাতের তরমুজ চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন। কৃষি বিভাগ থেকে লাভ করেছেন একাধিক পুরস্কার। এবার বর্ষাকালীন (বারমাসি) তরমুজ চাষ করেও সফলতা অর্জন করেছেন।
আব্দুল হামিদ মুন্সির ছেলে কৃষক বদু মিয়া জানান, ২০০৮ সাল থেকে তিনি তরমুজ চাষ করছেন। প্রথমদিকে চাষ করতেন বাংলালিংক তরমুজ। এখন করছেন অন্যান্য জাতের তরমুজও। সবগুলো যেমনি দেখতে ভারি সুন্দর তেমনি সুস্বাদু। তাই ক্রেতার অভাব হচ্ছেনা।
তিনি জানান, ৪০ বিঘা জায়গায় তরমুজ চাষে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। প্রতি বিঘায় তরমুজ হয় ৩ টন। এতে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করে ১ লাখ ৫ হাজার টাকা হাতে আসে।
পাইকার মোশারফ হোসেন জানান, বদু মিয়ার তরমুজ ভাল। খুব ভাল স্বাদ। ঢাকার কাওরান বাজার বিক্রি করি। প্রচুর চাহিদা আছে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, মাধবপুর উপজেলাতে প্রায় ২০ হেক্টর জমিতে বর্ষাকালীন তরমুজ চাষ হয়েছে। বদু মিয়ার মতো অনেক কৃষক এখন তরমুজের চাষ করছেন। এখানে ৪ জাতের তরমুজ আছে।
বদু মিয়ার সফলতা দেখে অনেকেই এখন তরমুজ চাষ করছেন।

এই ক্যাটাগরীর আরো খবর