সাংসদের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

  • আপডেট টাইম : October 01 2021, 04:21
  • 226 বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আইনৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভাকেট গতিগবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ডা আল-আসিফ আবেদীন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
সভায় নবীগঞ্জ শহরের যানজট নিরসন নিয়ে আলোচনা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর