হবিগঞ্জে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার || সন্দেহভাজন দেবর পলাতক

No Image Available
  • আপডেট টাইম : July 28 2025, 02:19
  • 28 বার পঠিত
হবিগঞ্জে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার || সন্দেহভাজন দেবর পলাতক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে এক গৃহবধূর রক্তাক্ত মরেদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদর উপজেলার পইল গ্রামের শান্তিনগর এলাকায় নিজের ঘর থেকে সিতু মিয়ার স্ত্রী আলম বেগমের (৩০) মরদেহটি উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকে আলম বেগমের দেবর কদর আলী পলাতক রয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। পলাতক দেবরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। তিনি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছেন।
এলাকাবাসী জানায়, আলম বেগমের স্বামী সিতু মিয়া স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। আর কদর আলী করেন মুদি ব্যবসা। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন বিকেলে সিতু মিয়া সবজি নিয়ে বাজারে যান। ছেলেও গিয়েছিল বাবার কাছে। এ সময় ঘরে আলম বেগম একা অবস্থান করছিলেন। ছেলে বাজার থেকে ফিরে মাকে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এই ক্যাটাগরীর আরো খবর