বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে আমেরিকা প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্ঠপোষকতায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে আলোচনা সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও নারী সংগঠক সাবিনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা ননী ভূষণ তালুকদার, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ ও কবি পপি ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ পরিমল কান্তি দে বলেন, হাওরের জেলা সুনামগঞ্জ অসংখ্য কবি, সাহিত্যিক ও আউল-বাউলের জন্মস্থান। এখানে প্রজন্মের পর প্রজন্ম সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে দেশে-বিদেশে সুনামগঞ্জের সুনাম বৃদ্ধি করছেন।