নিজস্ব প্রতিবেদক : এম সি কলেজ আবারও সিলেট বিভাগের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চল কার্যালয় ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়ন প্রতিবেদনে এম সি কলেজকে বিভাগের প্রথমস্থান দিয়েছে। এতে দ্বিতীয়স্থানে আছে বিয়ানীবাজার সরকারি কলেজ। তৃতীয়স্থানে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ।
বুধবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো আব্দুল মান্নান খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২৯ বছরের পুরনো এ বিদ্যাপীঠ বরাবরের মতোই বিভাগসেরা হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ গেটা এম সি কলেজ পরিবার উৎফুল্ল।
অধ্যক্ষ মো সালেহ আহমদ বলেছেন, এম সি কলেজ পরিবারের সবার ঐকান্তিক প্রচেষ্টা ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।