জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রবাসী স্বজনশ্রী ও ইসমাইলচক কমিউনিটি ফেইসবুক পেইজের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২০০ বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বজনশ্রী ও ইসমাইলচক গ্রামের রাস্তার দুপাশে বিভিন্ন জাতের এই বৃক্ষচারা রোপণ করা হয়।
স্বজনশ্রী ও ইসমাইলচক গ্রামের প্রবাসীরা এই ফেইসবুক পেইজের মাধ্যমে শুরু থেকেই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এর অংশ হিসেবে ইতোমধ্যে যুক্তরাজ্য প্রবাসী রুহিদ মিয়া, মাসুম ইসলাম ও আব্দুল মমিন, স্পেন, ইতালি ও গ্রিস প্রবাসী তোফায়েল আহমেদ, মামুন আহমেদ, রাজেল মিয়া, রাজু মিয়া, সাজু আহমেদ, জিলু মিয়া ও তুফেল আহমেদ এবং মালেশিয়া প্রবাসী সুমন আহমেদের অর্থায়নে দরিদ্র তিনটি পরিবারকে টিনসেট ঘর ও একটি মসজিদ নির্মাণসহ অসুস্থ অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করা হয়েছে।