জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা : আব্দুল কাইয়ুম চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : July 25 2025, 17:43
  • 21 বার পঠিত
জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা : আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ভোটাধিকার হরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার জনগণকে নির্যাতনের শিকার করেছিলো। সেই ক্ষোভ এখনও দেশের মানুষ ভুলতে পারেনি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটলেও এখন নতুন করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা; কিন্তু ‘গণতন্ত্রের পরিবর্তে অটোক্র্যাসি’ জনগণ কখনও মেনে নিবে না।
তিনি আরও বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে ভোটাধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছিল এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির দাবি উঠেছে।
শুক্রবার (২৫ জুলাই/১০ শ্রাবণ) সন্ধ্যায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের গাজীরপাড়ায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, ‘ছাত্র-যুব সমাজ যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল তারাই বুকের রক্ত দিয়ে আন্দোলনে নেমেছিল। সেই রক্তের ঋণ একমাত্র অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই পরিশোধ সম্ভব—যে নির্বাচন দেশকে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছু অপশক্তি দলের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহদফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, সদস্য আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক ও সাধারণ সম্পাদক পাবেল রহমান, অলিউর রহমান, আলতাফ হোসেন, মানিক মিয়া, আরিফ চৌধুরী, গাজী আজগর হোসেন রানা, দুলাল আহমেদ, মিছবাহুল হক দলা, শাহ জুনেদ আহমেদ, ফারুক আহমেদ, আরিফুর রহমান তারেক, মাসুম আহমেদ, নজরুল ইসলাম, সাদেক আহমেদ, সাবের আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর