সুনামগঞ্জে কেক কেটে ও মাধবপুরে গণটিকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

  • আপডেট টাইম : September 29 2021, 05:20
  • 235 বার পঠিত
সুনামগঞ্জে কেক কেটে ও মাধবপুরে গণটিকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছেন ।
এছাড়া মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মাধবপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে ১৮ হাজার গণটিকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হয় এবং সকল কেন্দ্রে টিকা নিতে আসা শেষব্যক্তিকে পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনে উপজেলার প্রতি ইউনিয়নে ১ হাজার ৫০০ জনকে করোনার টিকা দেওয়ায় লক্ষ্য নির্ধারণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর