চুনারুঘাটে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে মারা গেলেন মেয়ে ও নাতনি

  • আপডেট টাইম : September 29 2021, 04:23
  • 231 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে আরো দুই স্বজনের মৃত্যু হয়েছে। উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ দুঃখজনক ঘটনা ঘটে।
এই গ্রামের অসুস্থ সাজিদুর রহমান ওরফে আরজু মিয়ার (৮৫) মৃত্যুর খবরে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫)। আর মায়ের মৃত্যুর খবর শোনে মারা যান আরজু মিয়ার নাতনি সৈয়দা উলফাত (১২)। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর জানাজানি হলে পরিবারে কান্নার রোল পড়ে। এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। মায়ের মৃত্যুশোক সইতে না পেরে বিকেল ৩টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। বাদ মাগরিব শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এই ক্যাটাগরীর আরো খবর