অব্যাহতি প্রত্যাহার হলো দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতা সহ ৯ জনের

No Image Available
  • আপডেট টাইম : July 20 2025, 18:00
  • 51 বার পঠিত
অব্যাহতি প্রত্যাহার হলো দিরাই উপজেলা ও পৌর বিএনপির নেতা সহ ৯ জনের

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ নেতার অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২০ জুলাই/৫ শ্রাবণ) সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে এই অব্যাহতি প্রত্যাহারের কথা জানানো হয়।
যাদের অব্যাহতি প্রত্যাহার হয়েছে তারা হলেন, তৎকালীন দিরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, উপজেলা বিএনপির সহসাংগঠনিক মোখলেসুর রহমান লাল মিয়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার তালুকদার, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈয়দুর রহমান তালুকদার, মো নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক জুনায়েদ মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এহিয়া আহমদ লিটন ও চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তপু রায়হান।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এই ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়।
কিন্তু বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে তাদের বিশেষ অবদান থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর