জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ এক দিনমজুরের মরদেহ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার হয়েছে।
ভারতীয় পুলিশ গত ১৫ জুলাই মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়।
মৃত ব্যক্তির নাম মো আব্দুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক গ্রামের মো ইব্রাহিম আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ভারতের আসামের করিমগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়-স্বজন মরদেহটি শনাক্ত করেন।
শনাক্তের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (১৯ জুলাই) রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে মরদেহ হস্তান্তরের পর তা মৃতের স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানকে বুঝিয়ে দেওয়া হয়।
আব্দুল মালিকের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৮ জুলাই সকাল ৯টায় আব্দুল মালিক উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি।
পুলিশ আরও জানায়, আব্দুল মালিক প্রায়ই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে। এলাকাবাসীর ধারণা, স্বজনদের সঙ্গে দেখা করতে কুশিয়ারা নদী পাড়ি দিতে গিয়ে তিনি মারা যান।