নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের ধোপাগুল থেকে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) সকাল ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানার ধোপাগুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো ইমন আহমদ (২৫, পিতা মো ইরন মিয়া, টুকেরগাঁও, সিলেট) ও মো ইউসুফ আহমেদ রুহেল (২৪, পিতা মৃত আব্দুল মুছাব্বির, পীরপুর, জালালাবাদ, সিলেট)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।