ধোপাগুল থেকে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

No Image Available
  • আপডেট টাইম : July 19 2025, 17:27
  • 5 বার পঠিত
ধোপাগুল থেকে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ধোপাগুল থেকে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) সকাল ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানার ধোপাগুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো ইমন আহমদ (২৫, পিতা মো ইরন মিয়া, টুকেরগাঁও, সিলেট) ও মো ইউসুফ আহমেদ রুহেল (২৪, পিতা মৃত আব্দুল মুছাব্বির, পীরপুর, জালালাবাদ, সিলেট)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর