দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) দুপুর ১টার দিকে দিরাই থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করে।
সুমন পুরকায়স্থ উপজেলার কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।