বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত মারা গেছেন

No Image Available
  • আপডেট টাইম : July 19 2025, 14:45
  • 7 বার পঠিত
বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত মারা গেছেন

সিলেট মহানগরীর শ্রীশ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি, সর্বজনীন পূজা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি নিতিশ রাউত মারা গেছেন।
শনিবার (১৯ জুলাই/৪ শ্রাবণ) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
নিতিশ রাউতের মৃত্যুতে শ্রীশ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটি ও সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর