খেলাধুলায় ঘিলাছড়ার মানুষের আগ্রহ দেখে অভিভূত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : July 19 2025, 14:30
  • 7 বার পঠিত
খেলাধুলায় ঘিলাছড়ার মানুষের আগ্রহ দেখে অভিভূত ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেছেন, খেলাধুলার প্রতি ঘিলাছড়ার মানুষের একতা ও আগ্রহ দেখে তিনি অভিভূত। ঘিলাছড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় খেলোয়াড়রা অত্যন্ত সুন্দর-সুশৃঙ্খল খেলা উপহার দিয়েছেন। এই খেলার মধ্য দিয়ে ঘিলাছড়ার মান-সম্মান বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে আগে নিজ এলাকার উন্নয়নকে প্রাধান্য দিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, আয়োজক কমিটি প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করবে। এতে তিনি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবী আহসান হাবিব, রুহুল আমিন হামজা, ঘিলাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কয়ছর আহমদ, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এনু মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আফিকুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জোনাকি কর্মকার, রেহানা বেগম ও সমাজসেবী কামিল আহমদ।
এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর