নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালোব্যজ ধারণ, মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই/৩ শ্রাবণ) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে মৌন মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে এক সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী। তারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান হচ্ছে শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অদম্য প্রতিরোধের প্রতিচ্ছবি। আজ দেশে গণতন্ত্রকামী মানুষের ওপর ‘মবোক্রেসি’র শাসন চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার নির্বিকার অথচ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র স্পষ্টভাবে দৃশ্যমান। এই অবস্থায় জাতীয় স্বার্থে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে ফ্যাসিবাদ পুনরায় দৃঢ় ভিত্তি গড়ে তুলবে।”
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামিম। পরিচালনা করেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। এছাড়া জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা কালোব্যাজ ধারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মৌন প্রতীকী প্রতিবাদ জানান।
এছাড়া বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একইসঙ্গে জাতির মুক্তি ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি