বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে চার জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। ধারণা করা হচ্ছে, চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন।
এই চার জন হচ্ছেন, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার চায়ের দোকানের কর্মচারী অপু দাস (৩৭), ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫) ও চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ (৪৬) এবং উমেদনগর এলাকার জাহাঙ্গীর (৫৫)। তারা কেউ হৃদরোগের আর কেউ স্ট্রোকের রোগী পরিচয়ে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
খবর পেয়ে শুক্রবার (১৮ জুলাই/৩ শ্রাবণ) বিকেলে সদর থানার ওসি শাহাবুদ্দিন শাহিন সহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শাহাবুদ্দিন শাহিন জানান, গত ১৬ ও ১৭ জুলাই তারা মারা গেছেন। তবে তারা মদ পানে মারা গেছেন কি না নিশ্চিত করে বলা যাবেনা। ইতোমধ্যে তাদের দাফন ও সৎকার সম্পন্ন করে ফেলেছে পরিবার। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এলাকাবাসী জানান, গত ১৬ জুলাই শহরের চৌধুরী বাজার পুলিশ ফাড়িঁ সংলগ্ন সুইপার কলোনি থেকে কয়েক ব্যক্তি চোলাই মদ ক্রয় করেন। এদিনই তাদের মধ্যে উল্লেখিত ৪ জন বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মারা যান জাহাঙ্গীর। ১৭ জুলাই তাকে দাফন করা হয়। এরপর অপু, রতন ও নিকুঞ্জ মারা যান। তাদেরকেও ১৭ জুলাই সৎকার করা হয়েছে।