নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানা পুলিশ স্ত্রী হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে।
গত ১৪ জুলাই আনুমানিক রাত ১০টায় পারিবারিক কলহের জের ধরে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে (৩২) চরম নির্যাতন করেন। এখানেই শেষ নয়-১৬ জুলাই ভোরে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে স্ত্রীর ফুফাতো এক ভাইকে ফোন করে জানান।
খবর পেয়ে নিশাত ফাতেমা চৌধুরীর আত্মীয়স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত দেখতে পান। তার লক্ষ্য করেন, তার কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন ও কালচে দাগ রয়েছে। এতে তাদের মনে সন্দেহ দেখা দেয়।
খবর পেয়ে শাহপরাণ (র) থানা পুলিশ সকাল ৯টার দিকে থানা এলাকার ৭/২ রশিদ মঞ্জিল (আরামবাগ, রোড-০১) থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় পুলিশ নিশাত ফাতেমা চৌধুরীর অভিযুক্ত স্বামী সফি আহমদ চৌধুরী সুমনকে (পিতা মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ওরপে নূর মিয়া চেয়ারম্যান, পরচক, জকিগঞ্জ, সিলেট, বর্তমান ঠিকানা ৭/২ রশিদ মঞ্জিল, আরামবাগ, রোড-০১, শাহপরাণ থানা, সিলেট) গ্রেফতার করা হয়।