বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ আবু সাঈদের রক্তে গড়া নতুন বাংলাদেশকে জুলাই আকাঙ্ক্ষার চেতনায় গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
বুধবার (১৬ জুলাই/১ শ্রাবণ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ আবু সাঈদ ও মৌলভীবাজারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মো শাহেদ আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো ফখরুল ইসলাম, খেলাফত মজলিশের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, এনসিপির যুগ্মসমন্বয়কারী এহসান জাকারিয়া, যুবশক্তির কেন্দ্রীয় স্বমন্বয়ক জাকারিয়া ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, সুমন ভূঁইয়া, কাজী মনজুর আহমেদ, শাহ মিছবাহ, হাসানুল বান্না সজিব, মোজাম্মেল হক লিটন, আব্দুস সালাম ও জুলাই আন্দোলনের আহতদের কয়েকজন।
আলোচনা সভায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।