বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদের দুর্নীতির প্রতিবাদ করায় কৃষক দলের যুগ্মআহবায়ককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন, উপজেলা কৃষক দলের যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দূর্গাপুরের মো তাহের আলী, বিএনপি সদস্য মো গোলাপ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আউয়াল ও যুবদল সদস্য আবুল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ গত জুন মাসের ২৩ তারিখে উপজেলা প্রশাসনের আটককৃত বালু অন্যত্র বিক্রি সহ অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সাধারণ কর্মীরা এসব অপকর্মের প্রতিবাদ করলে তিনি তাদেরকে মিথ্যা মামলায় হয়রানির হুমকি দিচ্ছেন।