সামনের দিনে দেশের আলোকবর্তিকা হবে জাতীয় পার্টি : মাধবপুরে মহাসচিব শামীম

No Image Available
  • আপডেট টাইম : July 15 2025, 17:48
  • 44 বার পঠিত
সামনের দিনে দেশের আলোকবর্তিকা হবে জাতীয় পার্টি : মাধবপুরে মহাসচিব শামীম

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়নের সংস্কারক ছিলেন। তিনি যে কাজ করেছেন অন্য কোন সরকার তা করতে পারেনি। তার আমলে মানুষ নিরাপদে ছিলো। এখন কাউকে নিরাপত্তা দিতে পারছে না সরকার। তাই আজীবন পল্লীবন্ধুকে দেশের মানুষ স্মরণ করবে।
তিনি আরও বলেছেন, ‘আমাদের হাতে কোন রক্ত নেই। আমাদের কোন দুর্নীতিও নেই। আমরা স্বৈরাচার নই-স্বৈরাচারের দোসরও নই। জাতীয় পার্টির সাথে স্বৈরাচার শব্দ যায় না।’
সাবেক রাষ্টপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই/৩১ আষাঢ়) দলের কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে মহাসচিব বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির নবযাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ সামনের দিনে বাংলাদেশের আলোকবর্তিকা হবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক ফকির কাউছার আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জাপার জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা সহসভাপতি কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফুর রহমান, লাখাই উপজেলার সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আব্দুস সালাম, অন্যতম নেতা আবুল বাশার, রস্তম আলী, এনাম মিয়া, বেনু মিয়া, শামীম কবির ভূঁইয়া ও সৈয়দ মিয়া পাঠান।
স্মরণসভা শেষে দোয়া ও কাঙালি ভোজ এবং খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর