দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মারা গেছেন। আহত হয়েছেন স্ত্রী। সোমবার (১৪ জুলাই/৩০ আষাঢ়) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিজের বাড়ি মেরামতের কাজ করার সময় মিটারের সংযোগ লাইনচ্যুত হয়ে ঘরের টিনের সাথে সংযুক্ত হয়ে গেলে কৃষক হারিছ মিয়া (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী কাঞ্চনমালা ছুটে এসে তাকে ঝাঁপটে ধরলে তিনিও জড়িয়ে যান।
দু’জনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী হারিছ মিয়াকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, আহত কাঞ্চনমালাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হারিছ মিয়া দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।