নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে অশ্লীল ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মো লুৎফর রহমান ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালায়।
এ সময় উপজেলার মধ্যযুধিষ্ঠিপুর গ্রামে মো আব্দুল সাত্তারের বাড়ি থেকে ১টি আইফোন, ১টি সিমকার্ড, ৫ পাতা স্ক্রিনশর্ট ও ৫টি বিভিন্ন প্রকার কার্ডসহ পর্ণোগ্রাফি মামলার আসামি মো রনি আহমেদকে (পিতা মো আব্দুল সাত্তার, মাতা রূপা বেগম, মধ্যযুধিষ্ঠিপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
মো রনি আহমেদ প্রতারণামূলকভাবে এক বিবাহিত মহিলার সঙ্গে ভিডিওকলের (স্থিরচিত্র ও ভিডিও) কথোপকথন মোবাইল ফোনে ধারণ করে এবং তার শর্ত পূরণ না করলে ধারণকৃত স্ত্রিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
র্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মো রনি আহমেদকে আলামতসহ ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।