জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

No Image Available
  • আপডেট টাইম : July 13 2025, 15:11
  • 56 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ শুরু হয়েছে।
রবিবার (১৩ জুলাই/২৯ আষাঢ়) কর্মসূচির উদ্বোধন করেন, সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শুধু কর্মসূচি নয়-আমাদের প্রতিনিয়তই পরিবেশের প্রতি দায়িত্ববান হতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। বৃক্ষ পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সদস্যকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়-এটি আমাদের সচেতনতার বহিঃপ্রকাশ।’
সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী।
উদ্বোধন শেষে ক্যাম্পাসের প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা একদিকে পরিবেশ রক্ষায় সহায়তা করবে, অন্যদিকে ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সিকৃবি ক্যাম্পাসে এবছর প্রায় ১ হাজার ৫০০ ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর