নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থ সহ ২৫ জন আটক হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে এসএমপির কোতোয়ালি মডেল থানাধীন মহানগরীর কাষ্টঘর সুইপার কলোনিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা ও বিক্রি এবং মাদক বিক্রির নগদ অর্থ সহ সর্বমোট ২৫ জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা ও ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ। একই সঙ্গে মাদক বিক্রয়লব্ধ নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।