দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই/২৬ আষাঢ়) সকাল ১১টায় থানা রোডে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন।পরিচালনা করেন, সিনিয়র যুগ্মআহ্বায়ক মইন উদ্দিন চৌধুরী মাসুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, মো কবির মিয়া, সদস্য তাহির রায়হান চৌধুরী পাবেল, আবদাই মিয়া, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, নূরুল হক তালুকদার, পংকজ দাস, সুয়েব হাসান, ওবায়দুর রহমান মিশু, সুমন মিয়া, ইফতেখার মো নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও সুকেশ দাস।
সভায় বক্তারা দলের চলমান সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মো নাবিল চৌধুরী জানান, উপজেলার ৯ ইউনিয়নের আহ্বায়ক ও যুগ্মআহ্বায়ক পদে প্রায় দেড়শো নেতাকর্মী আবেদন করেছেন।
এসব আবেদন আগামী ২৬ জুলাই অনুষ্ঠেয় উপজেলা বিএনপির সভায় যাচাই-বাছাই করা হবে।
তিনি আরও জানান, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের কোনো পর্যায়ের পদে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।