শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু || একজন গুরুতর অসুস্থ

No Image Available
  • আপডেট টাইম : July 10 2025, 14:46
  • 8 বার পঠিত
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু || একজন গুরুতর অসুস্থ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় ৪ জন মারা গেছেন। এ সময় একজন গুরুতর অসুস্থ হন।
মারা গেছেন হরিণছড়া বাগানের উদয় পটনায়েকের ছেলে রানা পটনায়েক (১৭), তার ভাই শ্রাবণ পটনায়েক (১৯), জহর লাল রবিদাসের ছেলে কৃষ্ণ রবিদাস (১৯) ও লক্ষীন্দর ফুলমালির ছেলে নৃপেন ফুলমালি (২৭)। অসুস্থ রবীন্দ্র বুনার্জীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানে বুধবার (৯ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা সব্যসাচী পাল তমাল বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার, আনিসুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বুঝা যাবে। আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসলাম উদ্দিন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এই ক্যাটাগরীর আরো খবর