বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে স্কুলছাত্র জনি দাস হত্যামামলায় গ্রেফতারকৃত চোর সাজু মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বুধবার (৯ জুলাই/২৫ আষাঢ়) দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে সাজু মিয়াকে আদালত থেকে নেওয়াকালে একদল যুবক তার উপর হামলা চালায়। তবে তাৎক্ষণিক আইনজীবী ও আদালতে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ পরিস্থিতি শান্ত করে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জানান, গ্রেফতারকৃত সাজু মিয়ার ৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে সাজু মিয়ার উপর হামলাকে তিনি বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোররাতে হবিগঞ্জ শহরের দেয়ানতরাম সাহার বাড়ি এলাকার বাসিন্দা নরধন দাসের বাড়িতে চুরি করতে আসা চোর সাজু মিয়ার ছুরিকাঘাতে গৃহকর্তার ছেলে দশম শ্রেণির ছাত্র জনি দাস খুন হয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে সাজু মিয়াকে গ্রেফতার করলে নিহতের স্বজনরা হত্যাকারী হিসেবে তাকে সনাক্ত করেন।