বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে এক শীর্ষ সন্ত্রাসীর জামিনে মুক্তির খবরে সাধারণ ছাত্রজনতা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৮ জুলাই/২৪ আষাঢ়) বৃষ্টি উপেক্ষা করে জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্রদের উপর সরাসরি হামলাকারীদের বিচারের দাবিতে ও ছাত্রলীগ নেতা মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যামামলার আসামি আনিসুল ইসলাম তুষারের জামিনের বিরোধিতা করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্রজনতা; কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কোনো ফল না পেয়ে তারা ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন।
প্রায় দুই ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন ও জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিক্ষুব্ধ ছাত্র-জনতার সাথে কথা বলেন।
এ সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার সময় চাইলে আর জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলে ‘ব্লকেড’ কর্মসূচি প্রত্যাহার করা হয়।