নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি আদায়ে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৮ জুলাই/২৪ আষাঢ়) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহানগরীর চৌহাট্টা এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিয়ে বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ সহ ৬ দফা দাবিতে চলমান আন্দোলনের এ কর্মসূচিতে বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।
এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।