বালাগঞ্জ সরকারি কলেজে মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : September 27 2021, 17:03
  • 227 বার পঠিত
বালাগঞ্জ সরকারি কলেজে মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক, কবি ও ছড়াকার মহিউদ্দিন শীরুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও বাদজোহর পার্শ্ববর্তী ডি এন সরকারি উচ্চবিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো ফয়জুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক পার্থ সারথী চৌধূরী, অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক বিজয় কৃষ্ণ দেব, অধ্যাপক সাথী রানী দাস, অধ্যাপক মো আকরাম হোসেন, অধ্যাপক তজম্মুল আলী ও অধ্যাপক অশোক রঞ্জন তালুকদার।
অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, মহিউদ্দিন শীরু ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারে যেমন কাজ করেছেন তেমনি শিল্প-সাহিত্যের প্রসারেও ব্যাপক অবদান রেখেছেন। সাংবাদিকতার ক্ষেত্রেও তার অবদান সর্বজননন্দিত।
দোয়া মাহফিল পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওলানা আলী আজগর।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর