সিলেটে বিএনপি মহাসচিবের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : July 04 2025, 17:01
  • 6 বার পঠিত
সিলেটে বিএনপি মহাসচিবের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৭ জুলাই তিনি সিলেট আসছেন। এদিন সকাল ১১টায় মহানগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে একটি গুরুত্বপূর্ণ সমাবেশে তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
মহাসচিবের সিলেট সফর উপলক্ষে শুক্রবার (৪ জুলাই/২০ আষাঢ়) বিকেল ৩টায় মহানগরীর লামাবাজারে একটি হোটেল মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক ও আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ জেলা-মহানগরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এই অঞ্চলের নেতাকর্মীদের ত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। মহাসচিবের আসন্ন সমাবেশ হবে সেই আন্দোলনের বছর পূর্তিতে নতুন প্রেরণা।
সভায় নেতৃবৃন্দ জনসম্পৃক্ত ও শৃঙ্খলাবদ্ধ কর্মকৌশলের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কোনো কর্মকাণ্ড যেন জনমনে বিরক্তি সৃষ্টি না করে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
প্রস্তুতি সভায় সমাবেশস্থলের নিরাপত্তা, জনসমাগম ও সাংগঠনিক কাজের সমন্বয়ে একাধিক উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ সানরাইজ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন এবং আয়োজন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর