দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

No Image Available
  • আপডেট টাইম : July 04 2025, 16:45
  • 20 বার পঠিত
দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই/২০ আষাঢ়) সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আগামীকাল শনিবার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।
প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়।প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেককে পুরস্কৃত করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভূষণ দাস। অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী ও অঞ্জলি নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক সুচিতা রায়।
পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করায় শনিবার তার সংবর্ধনা। এ উপলক্ষে এই কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর