বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ পাবেলের পরিবার পেলো ১ লাখ টাকা অনুদান

No Image Available
  • আপডেট টাইম : July 03 2025, 10:45
  • 11 বার পঠিত
বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ পাবেলের পরিবার পেলো ১ লাখ টাকা অনুদান

সিলেট সিটি কর্পোরেশন বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে।
শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের ভাই পিপলু আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই/১৯ আষাঢ়) দুপুরে পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। চেক গ্রহণ করেন, শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পিতা রফিক উদ্দিন ও ভাই পিপলু আহমদ। এ সময় সিসিক সচিব মো আশিক নূরও উপস্থিত ছিলেন।
পিপলু আহমদ জানান, তাদের বাড়ি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের উত্তর কানিশাইল গ্রামে। তারা উত্তর কাজিরবাজার এলাকায় বসবাস করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সিলেট মহানগরীর ক্বিনব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘরের রেলিংয়ের পাশে শহীদ হন তার ভাই। তাদের পরিবারের সদস্য ৮ জন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর