বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা নরধন দাস। তাদের বাসা শহরের ডাকঘর এলাকায়।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৩ জুলাই/১৯ আষাঢ়) রাত সাড়ে ৩টার দিকে নরধন দাসের বাড়িতে চোর ঢুকে। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে জনি দাস ঘর থেকে বের হয়ে চোরকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
এ সময় চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনি দাসের শরীরে এলোপাতারি আঘাত করে। চিৎকার তার বড়ভাই জীবন দাস জয় ঘর থেকে বের হলে চোর তাকেও আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
জনি দাসকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।