শাল্লায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেলো দুই শিশু

No Image Available
  • আপডেট টাইম : July 03 2025, 09:46
  • 9 বার পঠিত
শাল্লায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেলো দুই শিশু

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই/১৯ আষাঢ়) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসী জানান, উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে এসে মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়ার (৫) সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
স্বজনরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা আবাসিক মেডি্ক্যাল অফিসার ডা রাজিব বিশ্বাস তাদেরকে মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷

এই ক্যাটাগরীর আরো খবর