স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনও আপস করেনি-ভবিষ্যতেও করবে না

No Image Available
  • আপডেট টাইম : July 03 2025, 02:50
  • 6 বার পঠিত
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনও আপস করেনি-ভবিষ্যতেও করবে না

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনও আপস করেনি-ভবিষ্যতেও করবে না।
তিনি আরও বলেছেন, জিয়াউর রহমানের হাতেগড়া দলটি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় দৃঢ়। গত ১৫ বছর ধরে যখন গণতন্ত্র বিপন্ন, তখন প্রথম প্রতিবাদ করেছে বিএনপি। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে অমলিন। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও হত্যাকাণ্ডগুলোর বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।
বুধবার (২ জুলাই) রাতে সিলেট মহানগরীর ছিরামপুরে ৩১ দফা সংস্কার কর্মসূচির দাবিতে মোগলাবাজার থানা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ৩১ দফা মানুষের মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—যে ভুল অতীতে হয়েছে তা আবার হলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
জনসভায় প্রধান বক্তা, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত দেড় দশকে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে জনগণ নতুন আশার প্রতীক হিসেবে বিএনপিকে দেখছে। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এ পথেই অগ্রসর হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত।সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব জামাল আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহদফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহপ্রচার সম্পাদক শাহিন আলম জয়, জেলা বিএনপির সদস্য আফতাব উদ্দিন ও জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জু।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর