স্টোন ক্রাশার মালিক-শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের

No Image Available
  • আপডেট টাইম : July 02 2025, 14:50
  • 9 বার পঠিত
স্টোন ক্রাশার মালিক-শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্টোন ক্রাশার মালিক-শ্রমিকদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
বুধবার (২ জুলাই/১৮ আষাঢ়) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্টোন ক্রাশার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক স্টোন ক্রাশার মালিক ও শ্রমিক এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত শোনেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় এই খাতে চলমান সংকট, ক্ষয়ক্ষতি ও শ্রমিকদের ভোগান্তির বিষয় তুলে ধরে সংশ্লিষ্ট প্রতিনিধিরা দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর