বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ গাছের চারা বিতরণ করছে।
মৌলভীবাজার সার্কিট হাউসে মঙ্গলবার (১ জুলাই/১৭ আষাঢ়) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস ও হাসান আহমেদ জাবেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধন পর্বে জেলার সদর উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি করে মোট ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬টি, শিক্ষার্থীরা ৪০টি, শিক্ষকরা ২টি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিদ্যালয় কমিটির সভাপতিরা ১টি করে চারা পান।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, বেল, পেয়ারা, নিম, লিচু, তাল, নারিকেল গর্জন, মেহগনি, বকুল, বাক্সবাদাম, আমলকি, হরিতকি, বহেরা ও বৈদ্য নারিকেল।
কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন বলেন, সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরও সবুজ করে তোলাই তাদের লক্ষ্য। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।