বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে গত ১১ মাসে গুম ও ক্রসফায়ারের কোনো ঘটনা ঘটেনি। এমনকি পুলিশ বাদি হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা মামলা করার যে প্রবণতা ছিল তাও ঘটেনি। এই সফলতা জুলাই বিপ্লবের-শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ৩৬ জুলাইয়ের।
সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির দুই নম্বর বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ত্রয়োদশ সংশোধনীর ফলেই দেশে দিনের ভোট রাতে করার পদ্ধতি চালু হয়েছিল। এই রায়ের মাধ্যমে ভোটাধিকার হরণ, অবিচারের বীজ বপন আর খুনের রাজনীতি চালু হয়েছে।
অ্যাটর্নি জেনারেল জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যেই সিআরপিসির বিদ্যমান দুটি আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। কেউ মিথ্যা মামলার শিকার হলে আবেদন জানাতে পারবেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। যাচাই-বাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে চূড়ান্ত প্রতিবেদনের আগে তদন্ত কর্মকর্তা প্রাথমিক একটি রিপোর্ট দিতে পারবেন ম্যাজিস্ট্রেট বরাবর। তিনি সন্তুষ্টি সাপেক্ষে সেই অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক অবস্থায় অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দিতে পারবেন। তবে তদন্ত চলমান থাকবে।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাদিমুল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ এনায়েত কবীর সরকার, জেলা ও দায়রা জজ আদালতের জিপি মামুনুর রশিদ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন চৌধূরী।