তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামবাসী রাস্তার বেহাল দশার কারণে অসুখ-বিসুখে চিকিৎসাও নিতে পারছেন না। সন্তানসম্ভবা মায়েরা হাসপাতালে যেতে গিয়ে শিকার হচ্ছেন চরম দুর্ভোগের। গ্রামবাসীর অভিযোগ, গত ৫৪ বছরে বেশ কয়েকজন গর্ভবতী মা ও বৃদ্ধ যথাসময়ে ডাক্তারের শরণাপন্ন হতে না পারায় প্রাণ হারিয়েছেন।
পথে অনেক মা সন্তান প্রসব করেছেন বলেও গ্রামবাসী জানান।
পুরাইকলা গ্রাম থেকে বাঘাসুরা পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ। সকলস্তরের জনপ্রতিনিধি এমনকি মন্ত্রী পর্যন্ত বিভিন্ন সময়ে রাস্তার এমন দশা দেখে সংস্কারের আশ্বাস দিয়েছেন; কিন্তু সেই আশ্বাস বিন্দু পরিমাণ বাস্তবায়িত হয়নি।
গ্রামের লোকজন হবিগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করলেও কোনো ফল পাননি।
পুরাইকলা গ্রামের ব্যবসায়ী এখলাছুর রহমান জানান, গ্রামের প্রায় ৫ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তা এটি। পুরাইকলা গ্রামে সরকারি ও বেসরকারি ২টি বিদ্যালয় ও একটি মাদরাসা রয়েছে। অধ্যয়নরত শিক্ষার্থী ৫/৬ শ। এছাড়া ২/৩ শ নারী-পুরুষ বিভিন্ন কোম্পানিতে চাকরির সুবাদে এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। একমাত্র পরিবহন ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা; কিন্তু বৃষ্টি হলেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহেদ বিন কাশেম জানান, রাস্তার সমস্যাটি সমাধানে চেষ্টা করা হচ্ছে।