আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে একটি রাস্তার বেহাল দশার কারণে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ছোটো-বড়ো গর্তে ভরা। তাই প্রতিনিয়ত ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটছে।
এই রাস্তা দিয়ে শত-শত ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদরাসায় যাওয়া-আসা করে; কিন্তু রাস্তার খারাপ অবস্থার কারণে কোথাও সময়মতো যাওয়া-আসা করা যায় না। তাই এলাকাবাসী যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন।
আজিমনগর গ্রামের সাইকুল ইসলাম জানান, প্রায় সময় তিনি সহ গ্রামের অনেককে চিকিৎসার জন্য আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। রাস্তার এই অবস্থা দেখে অটোরিকশা চালকরা তাদের নিতে চায় না। আর দুয়েকজন চালক নিতে চাইলেও তাদেরকে দ্বিগুণ ভাড়া দিতে হয়।
বিরাট গ্রামের উজ্জ্বল আহমেদ রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান।
নগর গ্রামের নওশাদ মিয়া জানান, প্রতিদিনই এক বা একাধিক হালকা যানবাহন যেমন অটোবিকশা ও টমটম উলটে দুর্ঘটনা ঘটে থাকে। রোগী নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়। ঝুঁকিও থাকে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে যেটুকু মেরামত করা দরকার তা তারা করবেন। পূর্ণ সংস্কারের জন্য মেগা প্রকল্পের আওতায় প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে গেলেই পূর্ণসংস্কারের কাজ শুরু হবে।