শেখ হাসিনার নেতৃত্বের কারণে জাতি ধন্য : হবিগঞ্জে বাহাউদ্দিন নাছিম

  • আপডেট টাইম : September 26 2021, 17:45
  • 232 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাঙালি জাতি ধন্য। দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলার পথে এগিয়ে চলেছে।
শনিবার স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সন্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সন্মেলনের উদ্বোধন করেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ ও অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা।

এই ক্যাটাগরীর আরো খবর