দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সাড়ে ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

No Image Available
  • আপডেট টাইম : June 29 2025, 10:42
  • 72 বার পঠিত
দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সাড়ে ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আয়মান আহমেদ, দিরাই : সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে ।
রবিবার (২৯জুন/১৫ আষাঢ়) দুপুরে দিরাই পৌরসভার সম্মলেন কক্ষে ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট পেশ করেন, পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর। বাজেট উন্মুক্তকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার।
নতুন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো নির্মাণ খাতে-১০ কোটি ৫৭ লাখ টাকা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি আব্দুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দিরাই বাজার মহাজন সমিতির আহ্বায়ক নূর মিয়া, আশরাফ আহমেদ, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর হিসাব কর্মকর্তা আশীষ রায় ও প্রধান সহকারী মুহিবুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর জানান, সবার সহযোগিতায় তারা অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও সার্বিক সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি নিয়মিত পৌর কর প্রদান করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর