লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ডা নজরুল ইসলাম চৌধুরী স্মরণে আলোচনা সভা ও তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে লাখাই উপজেলা ঠিকাদার সমিতির সহসভাপতি জাহারুল ইসলাম তাউছের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মো শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পদ রায়, শফিউল আলম শাকিল, নূরুল আলম সোহেল, বশির আহমেদ, খাইরুল হক সোহেল, সাফুজ মিয়া ও হাফিজুল ইসলাম।