জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

No Image Available
  • আপডেট টাইম : June 04 2025, 11:54
  • 16 বার পঠিত
জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জুড়ী থেকে সংবাদদাতা : ‘শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ২৮ মে থেকে এই সপ্তাহ উদযাপন শুরু হয়।
মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র.) আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী ও দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী।
জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মসূচির মধ্য ছিলো, মা সমাবেশ, প্রবীণ ও সুশীল সমাজের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা, এতিম শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ, খাদ্য বিতরণ, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখার আহবান জানান।
এছাড়া খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ ও শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম ও নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার প্রদান, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রতি তারা গুরুত্ব আরোপ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর