নিজস্ব প্রতিবেদক : শহীদ মুুনির-তপন-জুয়েল দিবস শুক্রবার। জাসদ ও ছাত্রলীগ দিনটি পালন করবে।
১৯৮৮ সনের ২৪ সেপ্টেম্বর জামাত-শিবিরের হাতে জাসদ-ছাত্রলীগ নেতা মুুনির-ই-কিবরিয়া চৌধুরী, তপনজ্যোতি দে পুলক ও এনামুলক হক জুয়েল শহীদ হন।
মুুনির তপন জুয়েলের ৩৩তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জামাত-শিবির সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার এবং যুদ্ধাপরাধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল ৪টায় জাসদ ছাত্রলীগ সিলেট জেলা শাখা কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করবে।
এছাড়া বিকেল ৫টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সন্ধ্যা ৬টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
জাসদের জেলা সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এবং ছাত্রলীগের জেলা সভাপতি তাওহীদ এলাহী ও সাধারণ সম্পাদক ওয়ালী সোহান চৌধুরী সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।