সিলেট কোতয়ালি থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৬ ডাকাত গ্রেফতার হয়েছে।
রবিবার (১১ মে/২৮ বৈশাখ) রাত পৌণে ৩টার দিকে মহানগরীর কাষ্টঘর এলাকায় গাজী বোরহান উদ্দিন মার্কেটের পিছনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে বলে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি) মো. ইবাদুল্লাহ অন্যান্য অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. নাজিম উদ্দিন (২৭, পিতা ইউনুস মিয়া, আইটপাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, বর্তমান ঠিকানা কাস্তরাইল, দক্ষিণ সুরমা, সিলেট), কাউসার আহমদ (৩০, পিতা শাহজান মিয়া, পাঠানটুলা, সিলেট), রাজু মিয়া (২১, পিতা শামীম মিয়া, হরিপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা কুমারপাড়া, কোতোয়ালি, সিলেট), শুভ আহমদ (২৬ পিতা হোসেন মিয়া, সিলাম, মাঝপাড়া, সিলেট), স্বপন আহমদ (২৫, পিতা কালাই মিয়া, বেতেরবাজার, সিলেট) ও সাগর মিয়া (৩০, পিতা আব্দুস সালাম, বাজিতপুর, নান্দিনা, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা কুমারপাড়া, মইন মিয়ার কলোনি, সিলেট)। এছাড়া অজ্ঞাতনামা ৭/৮ জন দৌড়ে পালিয়ে যায়।
এসময় গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ধারালো ৪টি চাকু, ১টি রামদা ও ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।–তথ্য বিবরণী