দিরাইবাসীর মনে আতঙ্ক সারাক্ষণ || বজ্রপাতে এক মাসেই ৩ জনের মৃত্যু আহত ৫ জন

No Image Available
  • আপডেট টাইম : May 06 2025, 13:07
  • 22 বার পঠিত
দিরাইবাসীর মনে আতঙ্ক সারাক্ষণ || বজ্রপাতে এক মাসেই ৩ জনের মৃত্যু আহত ৫ জন

দিরাই প্রতিনিধি : হাওরের জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলাবাসীর জীবনে আতঙ্কের আরেক নাম বজ্রপাত। এ প্রাকৃতিক দুর্যোগে এক মাসে প্রাণ গেছে ৩ জনের। এছাড়া ৫ জন আহত হয়েছেন।
বজ্রপাত নতুন কিছু নয়; কিন্তু এতে হতাহতের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাওয়ায় জনমনে সারাক্ষণ আতঙ্ক বিরাজ করে।
গ্রীষ্মকাল ভাটি এলাকায় বোরো মৌসুম। এসময় কষ্টের প্রধান সম্পদ কেটে, মাড়াই দিয়ে ও শুকিয়ে গোলায় তোলা হয়। তাই কৃষকদেরকে দিনভর থাকতে হয় হাওরে। আর এসময়েই ঘটে বজ্রপাত। তখন অনেকের জীবনেই নেমে আসে বিপর্যয়। তখন করার কিছু থাকে না।
দিরাই উপজেলা প্রশাসনের তথ্য মতে, এবছরের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভরা বোরো মৌসুমে উপজেলার বিভিন্ন জায়গায় ৮টি বজ্রপাতে ঘটনা ঘটে। এতে ৩ জনের মৃত্যু হয় এবং ৫ জন আহত হন। গ্রীষ্মকাল থেকে শরৎকাল অর্থাৎ ৬ মাস ধরে বজ্রপাতের এই তাণ্ডব চলে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, বজ্রপাতে আহত ও নিহতদের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে সরকারি আর্থিক সহায়তা এলে দ্রুত বিতরণ করা হবে।
বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এগুলো আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।
ইউএনও বজ্রপাতের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর