নবীগঞ্জের মুক্তাহারে সংঘর্ষের মামলায় ৭ জন কারাগারে

  • আপডেট টাইম : September 21 2021, 02:22
  • 194 বার পঠিত
নবীগঞ্জের মুক্তাহারে সংঘর্ষের মামলায় ৭ জন কারাগারে

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ২০১৯ সালে দুই পক্ষের সংঘর্ষের মামলায় প্রধান আসামিসহ ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ ফেব্রুয়ারি আদালতে ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তদন্ত কর্মকর্তা সমীরণ চন্দ্র দাশ। রবিবার প্রধান আসামি শৈলেন চন্দ্র দাশসহ ৮ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে ৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, মুক্তাহার গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৯ সালের ১০ অক্টোবর সকালে সংঘর্ষ হয়। আহত হয় অর্ধশতাধিক লোক। এ ঘটনায় নবীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। যুুুুবলীগ সাধারণ সম্পাদক কপিল কান্তি দাশ বাদি হয়ে মামলা করেন ৩২ জনের বিরুদ্ধে; কিন্তু দীর্ঘদিন আসামিগণ আদালতে হাজির না হওয়ায় ১৫ সেপ্টেম্বর আদালত ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এর পরিপ্রেক্ষিতে শৈলেন দাশসহ ৮ আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক একজনের জামিন মঞ্জুর করলেও বাকি ৭ জনের আবেদন নামঞ্জুর করেন।
অন্যরা হলেন, উৎপল দাশ, আশীষ দাশ, অনন্ত দাশ, অভিনয় দাশ, সুভাষ দাশ মিঠু ও সুদিন দাশ।

এই ক্যাটাগরীর আরো খবর